তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজা সংকট মোকাবিলায় প্রয়োজনে তাঁর দেশ ইসরায়েলে ঢুকবে। গতকাল রোববার নিজ শহর রাইজে দলীয় একে পার্টির এক বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রয়োজনে ইসরায়েলে ঢুকবে তুরস্ক: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজা সংকট মোকাবিলায় প্রয়োজনে তাঁর দেশ ইসরায়েলে ঢুকবে। গতকাল রোববার নিজ শহর রাইজে দলীয় একে পার্টির এক বৈঠকে তিনি এ কথা বলেন।
এরদোয়ান বলেন, তুরস্ক এর আগে লিবিয়া ও নাগারনো–কারাবাখে ঢুকেছে। ইসরায়েলের ক্ষেত্রেও তাঁরা ভেতরে ঢুকতে পারেন। তিনি বলেন, ‘এ জন্য আমাদের অনেক কঠিন হতে হবে, যাতে ফিলিস্তিনের সঙ্গে এ ধরনের উপহাস করতে না পারে।’
অবশ্য ইসরায়েলের ভেতরে কী ধরনের হস্তক্ষেপের কথা বলেছেন এরদোয়ান, তা স্পষ্ট করেননি। গাজায় ইসরায়েলি হামলা বড় ধরনের সমালোচক হিসেবে দেখা হয় এরদোয়ানকে। নিজ দেশের প্রতিরক্ষা খাতের প্রশংসা করে বক্তব্য দেওয়ার সময় তিনি ইসরায়েলে হস্তক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরদোয়ান এ সময় বলেন, ‘আমরা এটা করতে পারব না, এমন কোনো কারণ নেই। আমাদের শক্ত হতে হবে, যাতে আমরা এ ধরনের পদক্ষেপ নিতে পারি।’
এ বিষয়ে অবশ্য পরে একে পার্টি থেকে বা ইসরায়েল থেকে কেউ কোনো মন্তব্য করেননি।
এদিকে আজ সোমবার ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে, যাতে দুজন নিহত হয়েছেন। ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে গত শনিবার রকেট হামলার ঘটনায় ১২ জন নিহত হওয়া নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে ওই রকেট হামলা হয়।
Subscribe to Our Newsletter
Keep in touch with our news & offers
Comments
miaqueen
It’s a great pleasure reading your post!
cmsmasters
Thanks.