কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সব প্রতিষ্ঠানের নিরপরাধ শিক্ষার্থীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬ শিক্ষক। তাঁরা এসব শিক্ষার্থীর অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি আন্দোলনকারী ও শিশুসহ নাগরিক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন তাঁরা। আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানান শিক্ষকেরা।
কোটাবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত ‘গণহত্যার’ ঘটনা থেকে দেশ ও বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন দিকে সরাতে সরকার ১৪ দলের বৈঠকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে দলটি। মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের আমির শফিকুর রহমান এ সিদ্ধান্তকে হঠকারী, এখতিয়ারবহির্ভূত, বেআইনি ও সংবিধানবিরোধী বলে মন্তব্য করেন।