অনুসরণ করুন

অনুসরণ করুন

শিক্ষার্থীদের মুক্তি ও হত্যাকাণ্ডের প্রতিবাদ ৫৬ শিক্ষকের

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সব প্রতিষ্ঠানের নিরপরাধ শিক্ষার্থীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬ শিক্ষক। তাঁরা এসব শিক্ষার্থীর অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি আন্দোলনকারী ও শিশুসহ নাগরিক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন তাঁরা। আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানান শিক্ষকেরা।

00:00
00:00

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সব প্রতিষ্ঠানের নিরপরাধ শিক্ষার্থীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬ শিক্ষক। তাঁরা এসব শিক্ষার্থীর অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি আন্দোলনকারী ও শিশুসহ নাগরিক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন তাঁরা। আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানান শিক্ষকেরা।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরে দেশে চরম অরাজকতা চলছে। শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা অব্যাহত রয়েছে। আন্দোলন দমানোর লক্ষ্যে দমন–পীড়নমূলক হয়রানি, মামলা ও গণগ্রেপ্তার জারি রয়েছে। এসব ঘটনা অযৌক্তিক ও উদ্বেগজনক।’

বিবৃতি দিলেন যাঁরা

প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মোহাম্মদ রেজওয়ানুল হক, মো.আতিয়ার রহমান, মোহাম্মদ মামুনুর রশীদ, সুমন মজুমদার, তানিম জাবিদ হোসাইন, জান্নাতুল আকলিমা, সুনন্দা বৈদ্য, শ্রাবন্তী সাহা ও মৌরি ঢালী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খ আলী আর রাজী, মো. শহীদুল হক, রওশন আক্তার, ফারজানা করিম ও সায়মা আলম, অর্থনীতি বিভাগের মুহাম্মাদ তারিকুল হাসান চৌধুরী, আলাউদ্দিন মজুমদার ও নঈম উদ্দিন হাছান, পদার্থবিদ্যা বিভাগের মো.রফিকুল ইসলাম ও কাজী মুহম্মদ রাশেদ নিজাম, নৃবিজ্ঞান বিভাগের খাদিজা মিতু ও মোশরেকা অদিতি হক, রসায়ন বিভাগের মোহাম্মদ নাসির উদ্দিন, ইতিহাস বিভাগের সালমা বিনতে শফিক, ওশানোগ্রাফি বিভাগের মোহাম্মদ মোসলেম উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ হারিসুর রহমান হাওলাদার, মাইক্রোবায়োলজি বিভাগের মোহাম্মদ সিরাজ উদ্দিন ও মো. কামাল উদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুহাম্মদ সাখাওয়াত হুসাইন ও মুনমুন নেছা চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইকবাল আহমেদ ও মোহাম্মদ রোকন উদ্দিন ফারুকী, ফাইন্যান্স বিভাগের মুহাম্মদ হাসমত আলী, শাহাদাত হোছাইন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের লুলু ওয়াল মরজান, আদনান মান্নান, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের মো. আফতাব উদ্দিন, হিসাববিজ্ঞান বিভাগের মুহাম্মদ শফিউর রহমান চৌধুরী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ জাহেদ, আইন বিভাগের আসমা বিনতে হক, সৈকত দাশ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের তাপস কুমার ভৌমিক, ফলিত রসায়ন এবং কেমিকৌশল বিভাগের মো. দিদারুল আলম চৌধুরী, মার্কেটিং বিভাগের ফুয়াদ হাসান, এইচ এম কামরুল হাসান, উন্নয়ন অধ্যায়ন বিভাগের সাঈদ বিন কামাল চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো. মহিউদ্দিন, নুসরাত ইয়াছমিন, লোকপ্রশাসন বিভাগের শামীম নূর ও মাহবুবুর রহমান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আবদুল মান্নান, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের মো. শফিকুল ইসলাম ও মো. ইমাম হোসাইন, রাজনীতি বিজ্ঞান বিভাগের এ জি এম নিয়াজ উদ্দিন।

nexuseswavetechnology@gmail.com

nexuseswavetechnology@gmail.com

Subscribe to Our Newsletter

Keep in touch with our news & offers

Also listen on

Read trusted, award-winning journalism. Just $2 for 6 months.
Already a subscriber?
What to read next...

কোটাবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত ‘গণহত্যার’ ঘটনা থেকে দেশ ও বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন দিকে সরাতে সরকার ১৪ দলের বৈঠকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে দলটি। মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের আমির শফিকুর রহমান এ সিদ্ধান্তকে হঠকারী, এখতিয়ারবহির্ভূত, বেআইনি ও সংবিধানবিরোধী বলে মন্তব্য করেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে বিপুল প্রাণহানির দায় প্রধানত সরকারের বলে মনে করেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। তাঁরা বলছেন, ভয় দেখানোর সংস্কৃতি থেকে সরে আসতে হবে সরকারকে। গুলি করে আন্দোলন দমানোর অসুস্থ মানসিকতার অবসান এখনই করতে হবে। স্বাধীন দেশে মানুষ মুক্ত পরিবেশে বসবাস করবে; কোনো বদ্ধ, নিয়ন্ত্রিত ও আতঙ্কের পরিবেশে নয়।

কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা তাসনিমের নিহত হওয়ার বিষয়টি গুজব। তিনি বেঁচে আছেন, সুস্থ আছেন। আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি। আনিকা বললেন, পুলিশের গুলিতে নিজের নিহত হওয়ার ভুয়া তথ্যটি দেখে তিনি হতভম্ব ও বিব্রত। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভুয়া আইডি খুলে তাঁর ছবি ট্রল করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *