বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক এখনো ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে রয়েছেন। তাঁদের সঙ্গে উদ্বিগ্ন স্বজনেরা গতকাল সোমবার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়ে দেখা করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক এখনো ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে রয়েছেন। তাঁদের সঙ্গে উদ্বিগ্ন স্বজনেরা গতকাল সোমবার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়ে দেখা করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক এখনো ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে রয়েছেন। তাঁদের সঙ্গে উদ্বিগ্ন স্বজনেরা গতকাল সোমবার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়ে দেখা করেছেন।
পরে স্বজনেরা দুটি বেসরকারি টেলিভিশনকে বলেছেন, তাঁদের সন্তানেরা ভালো আছেন।
গত শুক্র, শনি ও রোববার কোটা সংস্কার আন্দোলনের সাতজন সমন্বয়ককে তুলে নিয়ে আসা হয়। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক আরিফ সোহেল। ডিবির পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তাহীনতার কারণে এঁদের ডিবির হেফাজতে আনা হয়েছে।
এঁদের মধ্যে আরিফ সোহেল ছাড়া বাকি ছয় সমন্বয়ক রোববার রাতে এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করার কথা বলেন। এ খবর প্রকাশের পর রাতে অন্য সমন্বয়কের কয়েকজন ভিন্ন মত প্রকাশ করে বিবৃতি দেন।
Keep in touch with our news & offers
Comments
annabrown
Wow, cool post, thanks for sharing.
cmsmasters
Happy to be of service.