সুনামগঞ্জ সদর উপজেলায় ধারারগাঁও থেকে ব্রাহ্মণগাঁও পর্যন্ত সড়কের দূরত্ব মাত্র তিন কিলোমিটার। পৌর শহরের উত্তর প্রান্ত থেকে সড়কটি সুরমা নদীর তীর হয়ে চলে গেছে।
সুনামগঞ্জ সদর উপজেলায় ধারারগাঁও থেকে ব্রাহ্মণগাঁও পর্যন্ত সড়কের দূরত্ব মাত্র তিন কিলোমিটার। পৌর শহরের উত্তর প্রান্ত থেকে সড়কটি সুরমা নদীর তীর হয়ে চলে গেছে। বন্যায় সুরমা নদীর তীর উপচে সড়কের ওপর দিয়ে প্রবল স্রোত বয়ে যায়। এতে সড়কের অন্তত আটটি স্থান ভেঙে গেছে। ওই সড়ক দিয়ে চলাচলকারী কয়েকটি গ্রামের মানুষ এখন পড়েছে দুর্ভোগে
শুধু এই একটি সড়ক নয়, সুনামগঞ্জে দুই দফা বন্যায় গ্রামীণ অনেক সড়ক ক্ষতবিক্ষত হয়ে গেছে। ভাঙাচোরা সড়কে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছে লোকজন। আবার অনেক স্থানে এখনো সড়ক নিমজ্জিত আছে বন্যার পানিতে।
সুনামগঞ্জ সদর উপজেলায় ধারারগাঁও থেকে ব্রাহ্মণগাঁও পর্যন্ত সড়কের দূরত্ব মাত্র তিন কিলোমিটার। পৌর শহরের উত্তর প্রান্ত থেকে সড়কটি সুরমা নদীর তীর হয়ে চলে গেছে। বন্যায় সুরমা নদীর তীর উপচে সড়কের ওপর দিয়ে প্রবল স্রোত বয়ে যায়। এতে সড়কের অন্তত আটটি স্থান ভেঙে গেছে। ওই সড়ক দিয়ে চলাচলকারী কয়েকটি গ্রামের মানুষ এখন পড়েছে দুর্ভোগে
শুধু এই একটি সড়ক নয়, সুনামগঞ্জে দুই দফা বন্যায় গ্রামীণ অনেক সড়ক ক্ষতবিক্ষত হয়ে গেছে। ভাঙাচোরা সড়কে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছে লোকজন। আবার অনেক স্থানে এখনো সড়ক নিমজ্জিত আছে বন্যার পানিতে।
Subscribe to Our Newsletter
Keep in touch with our news & offers
Comments
adamgordon
Wow, cool post, thanks for sharing.
miaqueen
Thanks for sharing this information is useful for us.
cmsmasters
Always happy to be of service.