কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে লাল কাপড় মুখে বেঁধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। এ জন্য কলেজ ক্যাম্পাসে জড়ো হওয়ার সময় সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা গিয়ে হাজির হন।
সুনামগঞ্জে প্রতিবাদ কর্মসূচির জন্য জড়ো হওয়ায় শিক্ষার্থীকে ধরে নিয়ে পুলিশে দিল ছাত্রলীগ
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে লাল কাপড় মুখে বেঁধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। এ জন্য কলেজ ক্যাম্পাসে জড়ো হওয়ার সময় সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা গিয়ে হাজির হন।
এ সময় এক ছাত্রকে ধরে মারধরের চেষ্টা করেন। পরে তাঁকে কলেজ থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে পুলিশে দেন। এ দৃশ্য মুঠোফোনে ধারণের চেষ্টা করলে এক ছাত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পুলিশের কাছে তুলে দেওয়া শিক্ষার্থীর নাম মেহেদী হাসান সালমান (১৯)। তিনি সুনামগঞ্জ সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাড়ি সদর উপজেলার ভৈইষবেড় গ্রামে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে লাল কাপড় মুখে বেঁধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। এ জন্য কলেজ ক্যাম্পাসে জড়ো হওয়ার সময় সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা গিয়ে হাজির হন।
এ সময় এক ছাত্রকে ধরে মারধরের চেষ্টা করেন। পরে তাঁকে কলেজ থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে পুলিশে দেন। এ দৃশ্য মুঠোফোনে ধারণের চেষ্টা করলে এক ছাত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পুলিশের কাছে তুলে দেওয়া শিক্ষার্থীর নাম মেহেদী হাসান সালমান (১৯)। তিনি সুনামগঞ্জ সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাড়ি সদর উপজেলার ভৈইষবেড় গ্রামে।
Subscribe to Our Newsletter
Keep in touch with our news & offers
Comments
adamgordon
Thanks for sharing this post, it’s really helpful for me.
cmsmasters
Glad to be of service.
annabrown
This is awesome!!
cmsmasters
Thanks.